লালমনিরহাটে আবারো তিস্তা ধরলার পানি বিপদসীমার উপরে
লালমনিরহাটের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং ধরলার পানি শিমূলবাড়ি পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সবকটি গেট খুলে দেয়া হয়েছে। উজান থেকে নেমে আসা পানি, পাহাড়ী ঢল এবং কয়েকদিনের অনবরত বর্ষনে এ পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে তিস্তা ও ধরলা তীরবর্তী কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।
এছাড়াও গত কয়েকদিন ধরে জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া ও সিন্দুর্নায় নদী ভাঙ্গনে অসংখ্য ঘর- বাড়ি, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব নদী এলাকার মানুষজনের দূর্দশার অন্ত নেই। সীমাহীন কষ্ট ভোগ ও সহায় সম্পদ হারিয়ে মানববেতর জীবন যাপন করছেন। কিন্তু তাদের পূর্নবাসনে সরকারে নেই কোন পদক্ষেপ।
হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, এ দু উপকেলার ৮ ইউনিয়নে ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিতে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন