শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী পরিবহন আটকে দিল মালিক সমিতি
বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী দুরপাল্লার পরিবহন আটকে দিয়েছে শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির শ্রমিকরা। ৪ জুলাই বিকাল ৩টার পর রায়েন্দা রাজৈর বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া নিউ হানিফ পরিবহন, ইমা পরিবহন ও পদ্মা এন্টারপ্রাইজের গাড়ী যাত্রীসহ কেয়ারবাজার এলাকায় আটকে রাখা হয়। এতে রোগীসহ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।
নিউ হানিফ পরিবহনের রায়েন্দা কাউন্টারের পরিচালক মনিরুজ্জামান জোমাদ্দার জানান, শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির নামে শরনখোলা এ·প্রেস নামের একটি ব্যানার ব্যবহার করে রায়েন্দা-খুলনা রুটে গাড়ি চলাচল শুরু করে। রুট পারমিট না থাকায় মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়া বাসষ্ট্যান্ডে ওই গাড়িটি আটকে দেয় মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা। এতে ক্ষুব্দ হয়ে শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির সাধারন সম্পাদক হারুন অর রশিদ নিজে দাড়িয়ে থেকে শ্রমিকদের সহযোগীতায় রাস্তার উপরে বাস আড়াআড়ি ভাবে দাড় করিয়ে নিউ হানিফ পরিবহন, ইমা পরিবহন ও পদ্মা এন্টারপ্রাইজের গাড়ী যাত্রীসহ কেয়ারবাজার এলাকায় আটকে রেখে যাত্রীদের জোর পূর্বক নামিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা-মোড়েলগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আমরা বাগেরহাট খুলনা মালিক সমিতির সাথে সমš^য় করে গাড়ি ছেড়েছি কিন্তু মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা আমাদের গাড়ি আটকে দিয়েছে ও মারধর করেছে তাই আমাদের শ্রমিকরাও তাদের গাড়ি আটকে দিয়েছে। তিনি আরো বলেন, আমাদের গাড়ী চলতে না দিলে তাদের গাড়ির চলতে দেয়া হবেনা।
শরণখোলা-মোড়েলগঞ্জ মালিক সমিতির সভাপতি শামিম আহসান পলাশ বলেন, খুলনা ও বাগেরহাট বাস মালিক সমিতির সাথে কথা বলে শরণখোলা এ·প্রেস নামে একটি গাড়ি রায়েন্দা থেকে যাত্রী নিয়ে মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়া পৌছালে মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা গাড়িটি আটকে যাত্রীদের নামিয়ে দেয় এবং ওই গাড়ির ষ্টাফদের মারধর করে।
বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান, রায়েন্দা, বাগেরহাট, খুলনা, যশোর ও বেনাপোল রুটে ছয়টি মালিক সমিতির গাড়ী চলে। তারা সমিতির সাথে কোন কথা না বলে গত ৩ জুন পিয়নের মাধ্যমে বাগেরহাট মালিক সমিতির অফিসে মধু ও মিষ্টি পাঠিয়েছে। যেখানে আমরা উপস্থিত ছিলাম না। আলোচনা ছাড়া নতুন কোন পরিবহনের অনুমতি দেয়ার সুযোগ নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন