শাহজালাল বিমানবন্দরে পায়ের তালুতে স্বর্ণের বার এনে ধরা
নিজের পায়ের তালুতে স্বর্ণের বার লুকিয়ে আনার সময় ধরা পড়েছেন এক যাত্রী। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে শুল্ক গোয়েন্দারা।
আটককৃত যাত্র্রীর নাম বিধান মিয়া (৩৪)। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। তার কাছে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যাত্রী মঙ্গলবার দুপুর ১২ টা ১০ মিনিটের সময় এডি-১৬৬ যোগে কুয়ালালামপুর হতে হযরত শাহজালালে অবতরণ করেন। তার পাসপোর্ট নং: এজি ১৩১৮২১০।
গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর পরিহিত জুতার ভেতরে পায়ের তালুতে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি স্বর্ণের বার (২০০ গ্রাম) উদ্ধার করে গোয়েন্দারা। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
বিধান মিয়া গ্রিন চ্যানেল পার হওয়ার পর শুল্ক গোয়েন্দারা তার গতিরোধ করে। পরে তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
ড. মইনুল খান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন