শিবগঞ্জে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে এসব প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান রোমেল, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোর্শেদ, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, উপজেলা শিল্পকলা একামেডির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শিবলী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন