শুধুই নারীদের জন্য এক মঞ্চে তারা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/purnima-20180303134341.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শুধুই নারীদের জন্য এক মঞ্চে হাজির হবেন জনপ্রিয় তারকারা। নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘কনসার্ট ফর উইমেন’।
কনসার্টে শুধু নারীরাই অংশ নিতে পারবেন। এই অনুষ্ঠানে থাকবেন জনপ্রিয় চিত্র নায়িকা পূর্ণিমা। আর এখানে সংগীত পরিবেশন করবেন এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার ও বন্দনা। রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবটি সকল স্তরের নারীদের জন্য উন্মুক্ত থাকবে।
সকালে অনুষ্ঠানের শুরুতেই দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ‘আইকন লেডি’ হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পূর্ণিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর পরিচালক প্রীতি চক্রবর্তী।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন