শেরপুরের নকলায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/20220530_154318.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শেরপুরের নকলায় বজ্রপাতে শওকত আলী (৩৫) নামের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে পৌরসভার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুরে পানি বৃদ্ধি শুরু হয়। তাই শওকত আলী ও তার ছোট ভাইকে নিয়ে বৃষ্টির মধ্যে ওই পুকুরের পার মেরামতের করতে থাকেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শওকতের মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই মেহেদী হাসান বলেন, কয়েক দিনের ব্যবধানে দুই ভাইকে হারালাম। বড় ভাইয়ের চল্লিশার বাজার সদাই ও খাঁসি কিনে রেখেছিলাম, আজ শুক্রবার অনুষ্ঠান ও মিলাদ মাহফিল করার জন্য সকল প্রস্তুতি শেষ করেছিলাম, এখন বজ্রপাতে এই ভাইকেও হারালাম।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন