শেরপুর জেলায় একদিনে পৃথক ঘটনায় ৮জনের মৃত্যু
শেরপুর জেলাতে পৃথক ঘটনায় একদিনেই ৮জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৭ মে এসকল অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে ময়মনসিংহের ত্রিশালে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শেরপুর সদর উপজেলার চরশেরপুর বাগেরচর গ্রামের ভাই আমানুল্লাহ, বোন নাজমা ও বোনের মেয়ে লালমনি নিহত হয়।
এদিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে সোমবার সকালে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মাঝপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম মারা গেছে এবং একই উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধুপাঘাট এলাকার সোমবার দুপুরে মৃগী নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন তানজিলা আক্তার নামের কিশোরী। নিহত তানজিলা স্থানীয় ইনসান মিয়ার মেয়ে।
এছাড়া ডোবার পানিতে ডুবে নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি গ্রামে সোমবার বিকেলে আয়শা নামে এক দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আয়শা গাগলাজানি গ্রামের আবেদ আলীর মেয়ে।
অন্যদিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়াত ইউনিয়নের হরিণধরায় পূর্বপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় কাজ করার সময় ওই গ্রামের হান্নান মিয়ার স্ত্রী সুজেদা নামে এক গৃহবধূ বজ্রপাতে নিহত এবং একই উপজেলার কামারেরচর ইউনিয়নের সোমবার বিকেলে ৬নং চর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী সবুজা বেগম নামে এক বৃদ্ধা বিষপানে মারা গেছেন। সে মানষিকভাবে কিছুটা অসুস্থ ছিল বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন