সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/20220516_022729-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের আপন দুই খালাতো ভাই এর মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার (১৫ মে) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মৃত সাদ -ইবনে ওসমান ও নোয়াজিস তাসিন আপন দুই খালাতো ভাই।
তারা দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে মৃত্যুের পারিবারিক সূত্রে জানা যায়।
মৃত দুজন হলো হরিপুরের ড.ওসমান গনির ছেলে সাদ -ইবনে ওসমান (২৫)। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে বি,বি,এ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। অপরজন নেকমরদ করিগরী কলেজের নহেদ প্রেন্সিপালের বড় ছেলে নোয়াজিস তাসিন (১৫)। সে রানীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুলে এস,এস,সি পরীক্ষার্থী ছিল বলে জানা যায়।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, তাসিনের মাসহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজেস্ব প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে এসে গাড়ির তেল শেষ হয়ে যায়। পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল আনতে যায়।ঐ পাম্পে তেল নিতে আসা মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পীছনদিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ দুই খালাতো ভাই একসাথেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।
মৃতের লাশ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি আনা হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।
এদিকে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না সড়ক দূর্মৃঘটনায় আপন খালাতো ভাই এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন