সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (২ জুন) সকালে সাড়ে ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (সদরঘাট) দিনেশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দর সমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সে কারণে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢাকা নদীবন্দরে ২ নম্বর আবহাওয়া সংকেত থাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেন জানান আবু জাফর হাওলাদার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন