সাংবাদিক শিপনের উপর হামলা : শনিবার রংপুরে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/untitled3.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিনিধি, রংপুর : লালমনিরহাট জেলার সাংবাদিক নিয়াজ আহমেদ শিপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী শনিবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
ফোরামটির রংপুর বিভাগীয় কমিটি ও উত্তর বাংলা ডটকম পাঠক ফোরামের আয়োজনে মানববন্ধনে রংপুরের প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সংবাদ প্রকাশের জের ধরে মেধাবী সাংবাদিক নিয়াজ আহমেদ শিপনের উপর সন্ত্রাসী হামলা করা হয়।
তিনি দৈনিক খোলাকাগজ ও উত্তর বাংলা ডটকমের লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ক মহিউদ্দিন মখদুমী ও উত্তর বাংলা ডটকমের মুরাদ মাহমুদ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন