সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“প্রবাসী কর্মীরা উন্নয়ননের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে হতে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন ভূইয়া, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, অগ্রনী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক জিল্লুর রহমান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মো. আব্দুল মজিদ।
এসময় বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন