পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেদের জাল চুরির আতঙ্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদের উপকূলবর্তী কচুবাড়িয়া এলাকায় একের পর এক জেলেদের জাল চুরির ঘটনায় জেলেপাড়ায় আতঙ্ক বিরাজ করছে।কেউ কেউ তাদের একমাত্র আয়ের উৎস ট্রলার ও জাল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

খোঁজ নিয়ে জানা গেছে,সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের সবুজ, লিটন ও মাসুদ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত ১০ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাতে তাদের ট্রলার সহ ইলিশ মাছ ধরার ফ্লাই জাল চুরি হয়। এতে তাদের ৮০ হাজার টাকার ক্ষতি হয়।

এর আগে ওই এলাকার মিলন ও ফিরোজ নামে দুই জেলের জাল চুরি হয়। স্থানীয়রা খবর পেয়ে জাল সহ হাতেনাতে দুই চোরকে আটক করে।স্থানীয়ভাবে বিচার করে এবং ১৫ হাজার টাকা জরিমানা করে দুই চোরকে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে একজনের নাম আলামিন আরেকজনের নাম জাহিদুল।আলামিন কচুবাড়িয়া গ্রামের মুজাম্মেল খান ওরফে মেজরের পুত্র এবং জাহিদুল ওই একই গ্রামের আজাহার আলীর পুত্র।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এবং ৯ নং সাপলেজা ইউনিয়নের বিট অফিসার রফিকুল ইসলাম জানান,বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম।স্থানীয়ভাবে সমাধান হয়ে গেলেই ভালো।