সাতক্ষীরায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন’র বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন পালন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/IMG_20240317_0906062-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪ তম জন্মদিন পালন করেছে।
রোববার (১৭ মার্চ) সকাল ৮ টায় সাতক্ষীরা শহরতলীর তালতলাস্থ সম্প্রীতি এইড ফাউন্ডেশন’র কার্যালয়ে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
এর আগে তিনি প্রতিবন্ধী বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণি কক্ষে যান এবং শিক্ষার্থীদের সাথে সময় কাটান।
এসময় এমপি সেঁজুতি সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্,মহিলা আওয়ামী লীগ নেতা কাজী মেহেরুন নেছা, সম্প্রীতি এইড ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক সভারজ্ঞন শিকদার, সহকারি নির্বাহী পরিচালক মলি শিকদার, সম্প্রীতি এইড ফাউন্ডেশন মডেল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুল ইসলাম, সহকারি শিক্ষক দীপা রানী মণ্ডল,শৈবা রানী মণ্ডল, জাহাঙ্গীর আলম, রিপন মণ্ডল,পলি সরকার, আরিফুজ্জামান, আল- আমিন ইসলাম, রাহেলা মজুমদার, জুয়েল আল মাসুদ, কমিউনিটি অর্গানাইজার বাসনা হাজরা, হাসানুজ্জামান, কিষ্টু কুজুর, মাসুম বিল্লাহ সোহাগ, সজ্ঞয় সরকার,শেফালী খাতুন,তানিয়া সুলতানা,সেকেন্দার আলী-নাহারুল ইসলাম, নুরুজ্জামান,মিজানুর রহমান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন