সাতক্ষীরার কলারোয়ায় প্রয়াত সাংবাদিক হাসান মাসুদ পলাশের স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গুণী সাংবাদিক হাসান মাসুদ পলাশের মৃত্যুতে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা নির্ভীক কলমযোদ্ধা হাসান মাসুদ পলাশের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
‘এই দেশ, এই সমাজে একজন হাসান মাসুদ পলাশের মতো নিবেদিতপ্রাণ মানুষ সত্যিই বিরল’- এমন অভিমত ব্যক্ত করে বক্তারা বলেন, ‘তাঁর মতো আদর্শবান, ত্যাগী মানুষের অভাব এ জনপদের মানুষ চিরকালই বোধ করবেন। তাঁর রেখে যাওয়া আদর্শ পথ দেখাবে অন্যদের।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংবাদিক তারিকুল ইসলাম, রাজু রায়হান প্রমুখ।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন বেত্রবতী হাইস্কুল জামে মসজিদের খতিব মাওলানা আজহারুল ইসলাম।
প্রসঙ্গত, সাংবাদিক হাসান মাসুদ পলাশ (৫৫) গত ৪ ফেব্রুয়ারি কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















