সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া মঠবাড়ি শিঘ্রই সংরক্ষণ হবে : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দীলিপ কুমার ঘোষ বলেছেন, খুব শিঘ্রই সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় অবস্থিত শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে। কলারোয়ার এ মন্দিরটি মঠবাড়ি নামে পরিচিত।
সরকারি সফরসূচির অংশ হিসেবে সাতক্ষীরা ভ্রমনকালে তার শৈশবের স্মৃতি বিজড়িত এই মন্দিরটি পরিদর্শনের সময় তিনি স্মৃতি কাতর হয়ে পড়েন।
প্রায় ২ ঘন্টা অবস্থানকালে স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ তাকে মন্দিরটি ঘুরে দেখান এবং সংস্করণ ও সংস্কারের উপায় সম্পর্কে আলোচনা করেন।
এ বিষয়ে সচিব সরকারের উপর মহলের সাথে কথা বলে দ্রুত এ মন্দিরটির সংরক্ষণ ও সংস্কারের আশা প্রকাশ করেন।
এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত ঘোষ, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু ঘোষ, প্রসেনজিত ঘোষ পলাশ প্রমুখ।
সাতক্ষীরার কলারোয়ার জয়নগরের কৃতি সন্তান ডা. দীলিপ কুমার ঘোষ ১৪ মাসেরও অধিককাল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব পদে কাজ করে যাচ্ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন