সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় পিতা-পুত্র আটক
সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ আগস্ট) ঘটনার রাতেই ঘটনাস্থলের পার্শ্ববর্তী কাশিয়াডাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের পুত্র হানিফ খান (২৩) ও তার পিতা মৃত গণি খানের পুত্র মুজিবুর খান (৫০) কে আটক করে পুলিশ।
ওই ঘটনায় নিহতের পিতা আলী বকস বাদি হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা (নং-২০, তাং-২৩-৮-২১ইং) দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয়রা জানায়, রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশিয়াডাঙ্গা গ্রামের আলী বকস’র ছেলে আব্দুল মান্নান (৩৬) মারাত্মক আহত হন। আহতাবস্থায় তাকে পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন