সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষন মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/144.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষন মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে ওই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সেলিম হোসেন (১৯) উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কী গ্রামের এরশাদ আলীর পুত্র।
বুধবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গয়ড়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্র জানায়, সকালে থানায় ধর্ষন মামলা দায়ের হয়। ওই মামলার আসামি সেলিম হোসেন গয়ড়া বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা সংগীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবককে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন