সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে সংলাপ
সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে কলারোয়া উপজেলা অডিটরিয়ামে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে আইন ও অধিকারের আলোকে মানব পাচারের শাস্তি (মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ অনুযায়ী) নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ‘মানব পাচার অহরহ হলেও পর্যাপ্ত মামলা রুজু হয় না বলে মানব পাচারকারীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে এবং প্রতিরোধ করাও কষ্টকর হয়ে পড়ছে। মানব পাচার প্রতিরোধে এর কুফল নিয়ে প্রচার, প্রচারনা, আলোচনা সভা, উঠান বৈঠকের মাধ্যমে তৃনমূল পর্যায়ের সকলকে সচেতন করতে হবে।’
এনজিও সংস্থা সিডাব্লিউসিএসের বাস্তবায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন শাহা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডারগণসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও সাংবাদিকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন