সাতক্ষীরার কলারোয়ায় স্কাউট জনকের জন্মদিনে বিপি দিবস পালন
সাতক্ষীরার কলারোয়ায় স্কাউটের বিপি দিবস পালন করা হয়েছে।
স্কাউটের জনক ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের (বিপি) ১৬৬তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিপি দিবস পালন করা হয়।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলা স্কাউটস আয়োজিত ওই অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কাব স্কাউট, বয় স্কাউট ও রোভার স্কাউটের কোমলমতি শিক্ষার্থীরা ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্লাহ আমানের সভাপতিত্ত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সন্দীপ কুমার, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, স্কাউটসের কমিশনার ইউনুস আলী, সহকারী কমিশনার শেখ শাহাজাহান আলী শাহিন, ক্যাশিয়ার আলতাফ হোসেন, স্কাউটস লিডার মাস্টার মনিরুজ্জামান, আব্দুল ওহাব মামুন, অনুপ কুমার ঘোষ, মিজানুর রহমান, মর্জিনা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় স্কাউট সংশ্লিষ্টরা সমাজসেবায় নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন