সাতক্ষীরার কলারোয়ায় ৪ শতাধিক প্রান্তিক কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার
সাতক্ষীরার কলারোয়ায় ৪ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউস ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা হিসাবে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসাবে জনপ্রতি ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি ধানের বীজ বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার কৃষক প্রশিক্ষন কেন্দ্র চত্বর থেকে এগুলো বিতরণ করা হয়। এর আগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ইউএনও রুলী বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন