সাতক্ষীরার কালিগঞ্জে অক্সিজেন ব্যাংক উদ্বোধন
কালিগঞ্জে “মানুষের তরে আমরা” সংগঠনের অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে নলতা হাসপাতাল প্রাঙ্গণে “মানুষের তরে আমরা” সংগঠনের উদ্যোগে অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন হয়।
প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এমন ব্যক্তিদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আ.ফ. ম. রুহুল হক এর ছেলে প্রকৌশলী জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম এবং এলাকার চাকুরীজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত ব্যক্তিদের উদ্যোগে ৭টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক।
করোনা আক্রান্ত হয়ে নলতা ইউনিয়নে কেউ অক্সিজেন সংকটে শ্বাসকষ্ট অনুভব করলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়িতে বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।
নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, নলতা হাসপাতাল প্রস্থোটিক এ্যান্ড অর্থোটিক সেণ্টারের পরিচালক ডা. জসিম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম খলিল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অক্সিজেন ব্যাংকের হটলাইন নং সমূহ ০১৮২০২০৮৮৯৮, ০১৯২৪২১৫৯৩৪, ০১৯২১০০৭০৫৬
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন