সাতক্ষীরার কালিগঞ্জে এ,সি,আই এগ্রো লিঙ্কের উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/received_397388539046937-1-774x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে বাগদা চিংড়ি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ করে অধিক মুনাফা রপ্তানি বিষয়ক” অবহিতকরণ “দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সর্ববৃহৎ এ,সি,আই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে আমিয়ান গ্রামে অবস্থিত এগ্রো লিঙ্ক লিমিটেড এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মঙ্গলবার সকাল ১০ টা হতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান।
কর্মশালায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ,সি,আই অ্যাগ্র লিংকের উপদেষ্টা ও সাবেক বিভাগীয় মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ,সি,আই এগ্রো লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এফ, এইচ, আনসারী, চিংড়ি চাষ সম্প্রসারণ কালিগঞ্জের আঞ্চলিক কর্মকর্তা বিপুল কুমার বসাক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, দাতা সংস্থা ডি,এফ, সি,ডি এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও ছাদেকা তাসমিন, এ,সি,আই এগ্রো লিঙ্ক লিমিটেডের ডি, এফ, সি,ডি বাগদা চিংড়ি প্রকল্পের মোস্তাক মাহমুদ ফিল্ড ম্যানেজার প্রদীপ মণ্ডল, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন (ছোট) প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন