সাতক্ষীরার তালায় ধান সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/IMG-20231211-WA0005.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার তালায় আমন ধান সংগ্রহে ‘কৃষকের অ্যাপের’ মাধ্যমে ১৮৮ কৃষক নির্বাচন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করা হয়।
লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ৫৬৫ টন ধান ৩০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান জানান, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ৪৭১ জন কৃষক আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক ১৮৮ জন কৃষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রত্যেক কৃষক তিন টন করে ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন