সাতক্ষীরার তালায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ছাত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/01/child-marriage-বাল্য-বিবাহ-বিয়ে.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার তালা উপজেলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৫)।
তার বাড়ি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের তথ্য পেয়ে ঘটনাস্থলে কনের বাড়িতে পাঠানো হয় জালালপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল হোসেন, স্বপ্না ঘোষসহ অন্যান্য সদস্যদের। তারা গিয়ে দেখে শুক্রবার (২৮ জানুয়ারি) কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছে এবং ঔ কনের সাথে একই এলাকার আসমত ফকিরের ছেলে মিঠুন ফকিরের সঙ্গে বিয়ে হচ্ছে। এর আগে মিঠুনের অন্য একটি বিয়েও হয়েছিলো। এ সময় তাদেরকে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে এবং মুচলেকা নেয়া হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষকে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার সর্বক্ষণ তাদেরকে মনিটরিং করে সহযোগিতা করেছেন।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন