সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি ও বীজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ
সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের গুরুত্ব, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট-বিনা।
এই প্রশিক্ষণে জেলার ৭৫জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন প্রকল্প পরিচালক ড. ইকরাম উল হক, উপ-প্রকল্প পরিচালক ড. রেজা মো. ইমন।
বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তারের সভাপতিত্বে বিনা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা, মশিউর রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা অমল কুমার ব্যানার্জী ও পান্নালাল বিশ্বাস।
কর্মসূচি থেকে কৃষক কৃষাণীরা জেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন