সাতক্ষীরায় পিস্তল ও গোলাবারুদসহ যুবক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG_20221004_005318-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে পিস্তল ও গোলাবারুদসহ কামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার (৩ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার আলীপুর ঢালিপাড়া এলাকা থেকে অস্ত্রধারী যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক দেবহাটার বহেরা গ্রামের শওকত আলীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৪/৪-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলীপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল প্রায় লাখ টাকা মূল্যের ০১টি শর্টগান (পিস্তল), ০৩ রাউন্ড গোলাবারুদ এবং ১,৫০,০০০/-টাকা মূল্যের ০১টি মোটর সাইকেলসহ কামাল হোসেনকে আটক করে। সন্ত্রাসী কর্মকান্ডে অস্ত্র ব্যবহার হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানিয়েছেন।
এঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন