সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের নির্যাতন প্রতিরোধে সংবেদনশীল সভা
সাতক্ষীরায় প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর সম্প্রীতি এইড ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিনিধি সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের এসএমসি সদস্য ও শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্বসহ ২০জন অংশগ্রহণকারী যোগদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট এর ট্রেড ইন্সট্রাক্টর মো. হাসানুজ্জামান হাসান, সাংবাদিক আবুল হোসাইন, সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন