সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতি’র দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন
উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ মে) সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৩ জন ভোটারের মধ্যে ১০৩ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৪টি ভোট বাতিল বলে গণ্য হয়।
নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব উল্লাহ ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. হায়দার আলী পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন পেয়েছেন ৪৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু হাসান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইসতিয়াক আহমেদ পেয়েছেন ৪৪ ভোট।
প্রচার সম্পাদক পদে মো. মোহায়মেনুল আলম (মারকোচ) ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল আমিনুর রশিদ (সবুজ) পেয়েছেন ৪৪ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে জি.এম আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মুন্না, দপ্তর সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম, অডিটর পদে মো. আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে এসএম ওমর ফারুক, মোবাশ্বেরুজ্জামান টুটুল, মাও. মিজানুর রহমান ও মো. হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল ইসলাম দিপু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন