সাভারে ট্রাক চাপায় প্রাণ হারালেন যশোর বিপ্রবি ছাত্র
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/1-copy.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রুবেল হোসাইন বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে সাভারের জিরানি বাজার কলেজ রোড এলাকায় রুবেলকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রুবেলকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত্যু ঘোষণা করেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রুবেলের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উপাচার্য রুবেলের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন