সালমানকে হাত-পা বেঁধে বিয়ে দেবেন আমির

৫১ বছর বয়সী সালমান বিয়ে নিয়ে গড়িমসি করলেও বন্ধু আমির খান তার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। এবার তো ঘোষণা দিলেন- শিগগিরই সালমানকে বিয়ে দিবেন তিনি, প্রয়োজন হলে হাত-পা বেঁধে তার কলঙ্ক গোছাবেন।
সালমান খান কবে বিয়ে করবেন সেটা জানতে ভক্তদের মধ্যেও আগ্রহের শেষ নেই। তাই আমিরের এমন ঘোষণায় সালমান ভক্তরা বেশ উৎফল্লই মনে হয়। তবে সালমান কিন্তু বললেন, বিয়ের চেয়ে সন্তান পালনেই তার বেশি আগ্রহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, অভিনেতা বন্ধুকে বিয়ে করানোর ব্যাপারে যেভাবেই হোক রাজি করাবো। সালমান যদি একান্তই বিয়ে না করেন, তাহলে তার হাত-পা বেঁধে বিয়ে দেব।
সালমানও চুপ করে নেই। জবাবে তিনি বলেছেন, যদি দেখেন আমির তৃতীয়বার বিয়ে করছেন তাহলে তিনি তার হাত-পা বেঁধে রেখে দেবেন। বন্ধুকে কিছুতেই তৃতীয় বিয়ে করতে দেবেন না তিনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন