সিটিং সার্ভিস ও মিটার নিয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত
রাজধানীতে চলাচলকারী বাসে সিটিং সার্ভিস এবং সিএনজি চালিত অটোরিকশা মিটারে না যাওয়ার বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, সিটিং সার্ভিস ও মিটারে সিএনজি (অটোরিকশা) না যাওয়ার বিষয়ে করণীয় ঠিক করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে। ওই কমিটি দুই-তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। ওই রিপোর্টের আলোকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ভারী যানবাহন চলাচলসহ নানা কারণে দেশে সড়ক রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। তাই রাস্তায় চলাচল করা গাড়ির ওজন নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে সড়ক ও মহাসড়ক পরিবহন বিভাগের সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে এ সপ্তাহ সময় দেয়া হয়েছে। এ সময়ের পর তারা একটি মিটিং করে রিপোর্ট দেবে। ওই রিপোর্টের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন