সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ভোটার দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/AndroVid_0715-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচিতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৩।
বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে দিবসের শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রম পরিচাললিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যন্যারা এ সময় উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন