সিরাজগঞ্জের বেলকুচিতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, সমাজের সফলতা-ব্যর্থতা সমানভাবে প্রকাশ করছে যায়যায়দিন। যায়যায়দিন পত্রিকা সমাজে ঘটে যাওয়া সকল ঘটনার প্রতিফলন ঘটায়। দেশের অর্থ-সামাজিক অবস্থার সৃজনশীল পরিবর্তনে যায়যায়দিন পত্রিকার ভুমিকা অপরিসীম। তেমনি করে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের হাসি-কান্না, উন্নয়ন-অগ্রগতি, চাওয়া-পাওয়ার দিকে দৃষ্টি রেখে কাজ করতে হবে।
বুধবার (৭ জুন) দুপুরে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে ও চ্যানেল এসের প্রতিনিধি পারভেজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম গোলাম রেজা, একাডেমিক সুপারভাইজার নাজিম উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেলকুচি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফজলুর হক, যায়যায়দিনের পাঠক দ্বীপ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের বেলকুচি প্রতিনিধি জহুরুল ইসলাম। এসময় বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন