সিরাজগঞ্জের বেলকুচিতে ২ কেজি গাঁজাসহ ১৬ মামলার আসামি আটক!
সিরাজগঞ্জ বেলকুচিতে ২কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪৪) নামে ১৬ মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। সে বেলকুচি উপজেলার রানীপুরা পশ্চিম পাড়া গ্রামের মৃত আজিজল শেখের ছেলে।
সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার শাহপুর বাজার এলাকায় বেলকুচি থানার পুলিশ উপ-পরিদর্শক সালাউদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, সোমবার রাতে শাহাপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শাহাপুর বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে তালিকাভুক্ত ১৬ টি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন