সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/20230415_192908-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি প্রেসক্লাব ভবনে বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, একুশে টিভির সাংবাদিক স্বপন মীর্জা, বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ। এসময় সাংবাদিকগণ বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের আগামী কর্মজীবনের সফলতা কামনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন