সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/11-copy-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর অনুমান ০৩.০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন বারঠাকুরী ইউপির উত্তরকূল গ্রামের ফয়েজ আহম্মদ (৫৫) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তার হেফাজত হতে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ফয়েজ আহম্মদকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ফয়েজ আহম্মদ জকিগঞ্জ থানাধীন উত্তরকুল গ্রামের মৃত মছব্বির মিয়ার ছেলে মছই। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১,৬৫,০০০/- (এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে দক্ষিণ সুরমা থানায় মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান সরকার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন