সুনামগঞ্জের মধ্যনগরে ১২ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
সুনামগঞ্জের মধ্যনগরে পৃথক-পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চিহ্নিত ৬ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর এলাকা থেকে মাদকসহ ওই কারবারিদেরকে গ্রেপ্তার করে মধ্যনগর থানা পুলিশ।
ধৃত মাদককারবারিরা হলেন, উপজেলার চান্দালীপাড়া গ্রামের ছাবির মিয়ার ছেলে সাদিকুল (৫০), একই গ্রামের রশিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৮), আলী হোসেন (৩৫) ও পাশের হামিদপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে মাহাবুব (২২), একই গ্রামের সুমন মিয়ার ছেলে শাকিল মিয়া(২২), ও লালচান মিয়ার ছেলে মিঠুন মিয়া ২০)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল হক বলেন, ধৃত আসামিরা দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে তারা এলাকায় মদ-গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। আমরাও ওই চক্রটিকে মালসহ গ্রেপ্তারের জন্য বিভিন্ন সোর্স নিয়োগ করে চেষ্টা চালিয়ে আসছিলাম।
এ অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে চান্দালীপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদিকুল ও পাশের হামিদপুর গ্রামের শাকিল মিয়ার বাড়িতে মাদকের চালান আসছে এবং তারা বাড়িতে রেখেই এসব মাদক বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দুই গ্রামে পৃথক অভিযান পরিচালনা করি। এসময় সাদিকুলের বাড়ি থেকে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়। পাশাপাশি একই সময়ে পাশের হামিদপুর গ্রামের শাকিল মিয়ার বাড়ি থেকে আরো ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
ওসি আরো বলেন, ধৃত মাদক ব্যবসায়ীদের নামে ওইদিন সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন