সুনামগঞ্জে হিন্দুপাড়ায় হামলার প্রধান আসামী ‘যুবলীগের নয়’ বলে দাবী
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলার ঘটায় প্রধান আসামী ইউপি সদস্য যুবলীগের কেউ নয় বলে প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
শনিবার (২০মার্চ) চপলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাননো হয়- সাম্প্রতিক সময়ে শাল্লার ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারকে যুবলীগের পরিচয় দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে সে যুবলীগের কোন সদস্য নয়। ২০০৭ সালের পর থেকে দিরাই ও শাল্লা উপজেলায় কোন কমিটি নেই বলে জানান।
প্রধান আসামী দেখিয়ে পিবিআই গ্রেফতার কেরে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে।
জানা যায়, তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লা উপজেলার পাশ্ববর্তী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনি গ্রামে।
এ প্রেস বিজ্ঞপ্তি এলাকায় নতুন মোড় নিচ্ছে বলে জানা যায়।
সচেতন মহলের প্রশ্ন হচ্ছে তা হলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের মুল কারণ কি?
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন