সুনামগঞ্জে দুই দিন ব্যাপি স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়ন এ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর আওতায়,
অদ্য ১৩ ও ১৪ জুন ২০২৩ইং সুরমা ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্হ্য পরিদর্শকদের দুই দিন ব্যাপি “স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ক” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত স্বাস্থ্য ও পুষ্টি সেবা সর্ব সাধারণ মানুষের মধ্যে ফ্রী দেওয়া হয়। এবং ক্ষুদ্র ও দারিদ্র্য জনগোষ্ঠীর মানুষের উন্নয়ন করাই তাদের উদ্দেশ্য।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হসপিটাল এর মেডিক্যাল অফিসার ডাঃ শফিকুল ইসলাম ও সুরমা ব্রাঞ্চের সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা দীপংকর মালাকার, সনেট রায়। এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন সমৃদ্ধি ব্রাঞ্চের সমন্বয়কারী জনাব,মোঃবাদল হোসেন,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পবিত্র দাস ও প্রধান শিক্ষক জনাব মোঃজুয়েল মিয়া ঝরঝড়িয়া সঃপ্রাঃবিঃ, এছাড়াও এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন