সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকার, ৩ জেলে আটক
সাতক্ষীরার রেঞ্জের পশ্চিম সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বনের কুনচির খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খুলনার কয়রা থানার পূর্ব ঘড়িলাল গ্রামের শুকচাঁদ মোল্লার ছেলে আমিরুল মোল্লা, একই গ্রামের আক্কাস খানের ছেলে আবুল কালাম ও জলিল মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ প্রয়োগে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় একটি নৌকা, তিনটি জাল ও এক বোতল বিষসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলাও হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন