সোহরাওয়ার্দী উদ্যানে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/1-15.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শতবর্ষী গাছ কেটে রেস্তোরা ও রাস্তা নির্মাণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন অরণ্য।
শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সোবহান জুয়েল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ, উপদেষ্টা জুলিয়া জুলকারনাইন, অর্থ সম্পাদক জামিউল ইসলাম, পৌর সভাপতি মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা বিশ্ব যখন পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাচ্ছে তখন ইট কংক্রিটের শহর ঢাকায় সৌহরাওয়ার্দী উদ্যানে শতবর্ষি গাছ কাটার মহোৎসব চলছে।
তারা গাছ না কেটে পরিবেশ বাঁচিয়ে সরকারকে উন্নয়ন করার আহবান জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন