সৌরব-রাবেয়ার নেতৃত্বে ইবির ঐক্যমঞ্চ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও প্রগতিশীল সামাজিক সংগঠন লন্ঠন’র সভাপতি ইয়াশিরুল কবির সৌরভ ও সদস্য সচিব হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের (ক্যাপ) সভাপতি রাবেয়া খাতুন মনোনীত হয়েছেন। এই কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে অনুষ্ঠিত ঐক্যমঞ্চের জরুরি সভা শেষে আনুষ্ঠানিকভাবে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবেন। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের একটি প্লাটফর্মে এনে শিক্ষার্থীদের ও সাংস্কৃতিক সদস্যদের যৌক্তিক দাবি তুলে ধরা, পাশাপাশি সৃজনশীল মননশীল সাংস্কৃতিক কাজের সম্প্রসারণ করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে এগিয়ে যেতে আমাদের অধীন সকল সংগঠনের ঐকান্তিক সহযোগিতা ও যৌক্তিক দাবি গুলোতে পাশে থাকার কামনা করছি।
উল্লেখ্য, ঐক্যমঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ যা সংক্ষেপে ঐক্যমঞ্চ নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও সংগঠকদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও দাবি আদায়ে কাজ করে থাকে ঐক্যমঞ্চ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন