স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ
বরিশাল- ৫ (মহানগর-সদর) মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সাদিক আবদুল্লাহ অনুসারী নেতাকর্মীদের নিয়ে গত রবিবার রাত থেকে দফায় দফায় সভা করছেন। সর্বশেষ গতকাল সোমবার রাত পৌনে ৯টায় সভা শেষে সিদ্ধান্ত হয় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন।
এরপর থেকে সাদিক অনুসারীর নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিচ্ছেন- ‘খেলা হবে’। বরিশাল- ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
সোমবার রাতে সাদিকের বাসায় সভায় অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন জানান, নেতাকর্মীদের দাবির মুখে সাদিক আবদুল্লাহ নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।
একই কথা জানিয়ে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘‘সাদিক আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা নিশ্চিত। ২৯ নভেম্বর বিএনপির হরতালবিরোধী ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ আহ্বান করা হয়েছে। ওইদিনই মনোনয়নপত্র সংগ্রহ করবেন।’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন