স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনে মুক্ত
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিন মাস পর জামিনে মুক্ত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৬ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ওই দিন বাবুকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিএনপির সমর্থক ও কর্মীরা মোটরসাইকেলে রাখা হেলমেট ছুড়তে থাকে ডিবি পুলিশের দিকে। একপর্যায়ে অস্ত্রের মুখে ডিবি পুলিশ বাবুকে তুলে নিয়ে পাঁচ নম্বর গেট দিয়ে সচিবালয়ের ভেতরে ঢোকায়। পরে সেখান থেকে শফিউল বারীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ তিন মাস কারাভোগের পর আজ সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন