হজ শেষে দেশে ফিরলেন সাকিব
পবিত্র হজপালন শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার রাত ১০টা ৫ মিনিটে বিশ্বসেরা এই অলরাউন্ডার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
জানা গেছে, সাকিবের হাতের অস্ত্রোপচারের বিষয়ে বৃহস্পতিবার বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা হবে। এদিনই স্ত্রী-কন্যাকে আনতে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার দুপুর ২টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা ছিল সাকিবের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে সময়মতো আসা হয়নি।
আগে থেকেই ঠিক করা ছিল যে সৌদি আরব থেকে সাকিব সোজা যুক্তরাষ্ট্রে যাবেন। সেখান থেকে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অব্রিকে নিয়ে দেশে ফিরবেন। কিন্তু আঙুলে অস্ত্রপচারের বিষয়ে সিদ্ধান্ত নিতেই আগে দেশে ফিরলেন সাকিব।
প্রসঙ্গত, এ বছর সৌদি রাজ পরিবারের রয়্যাল গেস্ট হিসেবে সাকিব পবিত্র হজ পালন করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন