হিব্রু ভাষায় ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদি
ইসরাইলের ১৩তম প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে হিব্রু ভাষায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইট বার্তায় মোদি ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে বলেন, আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৩০ বছর উদযাপন উপলক্ষে আমি আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছি। এই সাক্ষাতে ভারত এবং ইসরাইলে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাবে।
এর আগে রবিবার দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হন নাফতালি বেনেট।
ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্ব নেতারা নাফতালি বেনেটকে অভিনন্দন জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন