১০ আগস্ট থেকে দুই ডোজ টিকা নেয়া বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি
করোনা মহামারির কারণে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা ওমরাহ পালন আবারো শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
১ মহররম বা ১০ আগস্ট থেকে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেবে দেশটি।
এরইমধ্যে রোববার (২৫ জুলাই) থেকে সৌদিতে বসবাসরত মুসল্লিরা ওমরাহ পালনের অনুমতি পেয়েছেন।
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল ওমরাহ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
তবে আগামী মাস থেকে ওমরাহ পালনে যেতে অনুমতি দেওয়া হবে কোন কোন দেশ থেকে, সেই তালিকা প্রকাশ করা হয়নি।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, ওমরাহ পালনের জন্য বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা অবলম্বন করা হবে। একইসঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সকল নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি মুসল্লিদের অবশ্যই করোনার টিকার দুই ডোজ নিয়ে তারপর আবেদন করতে হবে। বয়স হতে হবে ১৮ বছরের ওপর।
করোনার কারণে গত সাত মাস দেশটির অভ্যন্তরীণ মুসল্লিরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনের বিশেষ সুযোগ পেয়েছেন।
এর আগে গত বছরের ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়।
হজ এবং ওমরাহ পালনের জন্য প্রতিবছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরব ভ্রমণ করে থাকেন। তবে মহামারি করোনার কারণে গেল দুই বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ ও ওমরাহ করতে পারছেন।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজে অংশ নিতে দেওয়া হয়নি। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তি হজ করার অনুমতি পেয়েছেন। শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সি সৌদি নাগরিক এবং দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। সবাই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। গতবারও বিধিনিষেধের মধ্যে ১ হাজার মুসলমানকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন