১২ কোটি টাকার চিনি অবিক্রিত রেখে মোবারকগঞ্জ চিনিকলের আখ মাড়াই উদ্বোধন
মোঃ হাবিব ওসমান, (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণ বঙ্গের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলের ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার উদ্বোধন করা হয়েছে। বিকাল সাড়ে ৩টায় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মকছেদ আলী, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, হেড অফিসের শিফট মার্কেটিং অফিসার আব্দুর রশিদ, প্রকৌশল বিভাগের ডিজিএম গোলাম মোর্তজা, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সহ চিনিকলের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও আখচাষিবৃন্দ।
চলতি ৫১ তম এই মাড়াই মৌসুমে ৯৫ দিনে এক লাখ দশ হাজার মে. টন আখ মাড়াই করে সাত হাজার সাতশ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনিকল সূত্রে জানাগেছে, মিলের গোডাউনে গত বছরের দুই হাজার টন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। প্রতি টন চিনির মূল্য ৬০ হাজার টাকা। এ হিসেবে গোডাউনে ১২ কোটি টাকার চিনি অবিক্রিত অবস্থায় পড়ে আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন