১২ নেত্রীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী মহিলা দল

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জন কেন্দ্রীয় নেত্রীসহ মোট ১২ জনকে বহিষ্কার করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াসমিন আরা হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।

এই ১২ নেত্রীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বহিষ্কৃত নেত্রীরা হলেন- মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মনি বেগম, মমতাজ চৌধুরী টুটু, মাসুদা খান লতা, মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম, শ্যামপুর থানা শাখার সভাপতি নাছিমা তালুকদার, যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি মুনমুন, মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, ডেমরা থানা শাখার সভাপতি লায়লা, কোতোয়ালী থানা শাখার সদস্য মিতা দত্ত, সূত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম ও যাত্রাবাড়ী থানা শাখার প্রচার সম্পাদক মহুয়া।