নেত্রকোনার মদন
১৫ কিমি সড়কের ৯ কিমিই খানাখন্দ
দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় নেত্রকোনার মদন-কেন্দুয়া ১৫ কিলোমিটার সড়কের মধ্য মদনের ৯ কিমি রাস্তায় ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে গর্তে পানি জমে থাকায় সড়কটি এখন একবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিশোরগঞ্জ, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যেতে হলে এ সড়ক দিয়েই ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল করতে হয় মদন উপজেলার হাজারো মানুষের। ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দূর্ঘটনা।
ভূক্তভোগী বাড়রী গ্রামের লিটন মিয়া, জিয়াউর রহমান,ববিতা আক্তারসহ অনেকে জানান, ‘এ সড়কটি পূননির্মানের বছর ঘুরতে না ঘুরতেই ভাঙা শুরু হয়। ফলে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এ রাস্তাটি দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী বললেই চলে।’
বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর মিয়া বলেন, ‘সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে বর্ষাকালে যানবাহন চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। যে কোন সময় এ রাস্তায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। রাস্তাটির এমন অবস্থার কারণে যানবাহনের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে।’
কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল বলেন, ‘গত তিন বছর আগে ওই রাস্তাটি সংস্কার করেছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানচলাচল বন্ধ হবার উপক্রম হয়েছে। এতে করে যাত্রী সাধারণসহ বিশেষ করে উৎপাদিত কৃষিপণ্য উপজেলা সদরে বাজারজাত করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন কৃষকরা। ফলে এলাকাটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে।’
উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর হোসাইন জানান, ‘রাস্তাটির সংস্কারের জন্য আমরা ইস্টিমেট তৈরি করে উধর্তন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করেছি। এ মাসের ২২/২৩ তারিখ ময়মনসিংহে মিটিং হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন